President

জন্মদিনটা নিজের পছন্দ মতো কাটালেন বলিউডের আবেদনময়ী নায়িকা বিপাশা বসু। ২০০১ সালে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখা এই নায়িকা প্রথম ছবিতেই ফিল্মফেয়ারের ডেবিউ অ্যাকট্রেসের স্বীকৃতি পেয়েছিলেন। এরপর আর খুব একটা পিছু ফিরে তাকাতে হয়নি।

'রাজ', 'জিসম' এর পর 'কর্পোরেট' সিনেমায় প্রমাণ করে দিয়েছেন স্রেফ সেক্স বম্ব শেল, চরিত্র অভিনয়েও তিনি কম যান না। নায়িকাদের আবেদনময়ী লুকের বিবেচনায় বলিউডে এক নতুন যুগের সূচনা হয়েছে বিপাশার হাত ধরেই। সৌন্দর্য ও যৌন আবেদন দিয়ে নিজেকে স্বতন্ত্রভাবে প্রমাণ করে দিয়েছেন এই অভিনেত্রী।

প্রেম-প্রণয়-বিচ্ছেদ-টানাপোড়েন কাটিয়ে বছরখানেক হলো বিয়ে করেছেন করণ সিং গ্রোভারকে। সিনেমায় ইদানিং তাকে আর দেখা যায় না বললেই চলে। তবে সম্প্রতি এক কন্ডোম প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপন করেছেন।

নিজের জন্মদিনটাও গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে দূরে একেবারে ঘরে বসেই কাটালেন বিপ। স্বামীর সঙ্গে মেতে উঠলেন খুনসুটিতে। সূত্র: জিনিউজ।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/ এইচ কে/এস আর

০৯ জানুয়ারী, ২০১৮ ১২:৩৯ পি.এম